নতুন আবিষ্কৃত স্ফিংসের মুখে হাসি, গালে টোল

| বৃহস্পতিবার , ৯ মার্চ, ২০২৩ at ৫:১৪ পূর্বাহ্ণ

মিশরের দক্ষিণাঞ্চলে প্রাচীন একটি মন্দিরের কাছ থেকে স্ফিংস সদৃশ একটি মূর্তি পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। দেশটির পুরাকীর্তি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। প্রত্নবস্তুটি হাথোর টেম্পলের (মন্দির) কাছে খুঁজে পাওয়া যায়। এই স্থানটি মিশরের সবচেয়ে বেশি সুরক্ষিত প্রত্নস্থান। খবর বাংলানিউজের।

চুনাপাথরের এই স্ফিংসটির মুখে হাসি লেগে রয়েছে। দুই গালের দুই পাশে দুটি টোল রয়েছে। ধারণা করা হচ্ছে, এতে রোমান সম্রাট ক্লডিয়াসের মুখ ফুটিয়ে তোলা হয়েছে। গিজার পিরামিডের বিখ্যাত স্ফিংস, যেটি ২০ মিটার উঁচু, সেটির চেয়ে নতুন পাওয়া মূর্তিটি অনেকটাই ছোট। প্রত্নবস্তুটি মিশরের রাজধানী কায়রোর ৪৫০ কিলোমিটার দক্ষিণে কেনা প্রদেশের দেনদারা মন্দিরের দুই স্তর বিশিষ্ট একটি সমাধি থেকে পাওয়া যায়। সম্রাট ক্লডিয়াস খ্রিস্টপূর্ব ৪১ অব্দ থেকে ৫৪ অব্দে রোমান শাসনের উত্তর আফ্রিকায় ব্যাপ্তিতে এই মূর্তিটিতে হাস্যোজ্জ্বল বৈশিষ্ট্য রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয়বারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিজেপির মানিক সাহা
পরবর্তী নিবন্ধগিনেসের চোখে তারা বিশ্বের সবচেয়ে অপরিণত যমজ