নতুন আতঙ্ক করোনার ‘ল্যামডা’ ভ্যারিয়েন্ট

| শনিবার , ১০ জুলাই, ২০২১ at ৭:৫৮ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের নতুন এক ভ্যারিয়েন্ট নিয়ে আবার দেখা দিয়েছে আতঙ্ক। ডেল্টা ভ্যারিয়েন্টের পর এটি বেশ চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের। করোনার এই নতুন ভ্যারিয়েন্টের নাম ‘ল্যামডা’। গত বছরের ডিসেম্বরে পেরুতে প্রথম করোনার এই ভ্যারিয়েন্টটির সন্ধান পাওয়া যায়। সেখান থেকে পৃথিবীর প্রায় ৩০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে ল্যামডা। সেই তালিকায় রয়েছে ইংল্যান্ডও। ল্যামডা ভ্যারিয়েন্টও অনেক বেশি সংক্রামক। অন্য যে কোনও ভ্যারিয়েন্টের তুলনায় ল্যামডা ছড়াতেও পারে অনেক দ্রুত এবং অ্যান্টিবডির প্রাচীর ভাঙতেও অনেক বেশি সক্ষম এটি। ফলে এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নজর এর উপরই বেশি।

পূর্ববর্তী নিবন্ধজরিমানা-কড়াকড়িতেও থেমে নেই মানুষের চলাচল
পরবর্তী নিবন্ধসৌদি রাজকন্যার নেতৃত্বে এগুচ্ছে ফ্যাশন শিল্প