নতুন আইসিডি করছে সাইফ পাওয়ারটেক

সিসিবিএল এর সাথে চুক্তি স্বাক্ষর

আজাদী প্রতিবেদন | বুধবার , ২০ অক্টোবর, ২০২১ at ৭:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেটর সাইফ পাওয়ারটেক ৩০০ কোটিরও বেশি অর্থ বিনিয়োগে নতুন আইসিডি (ইনল্যান্ড কন্টেনার ডিপো) নির্মাণ করতে যাচ্ছে। এটি হবে দেশের ২০তম আইসিডি। তবে রেলওয়ের ভূমিতে গড়ে তোলা এ আইসিডিতে প্রথমবারের মতো রেল ও সড়ক সংযোগ থাকবে। বছরে অন্তত এক লাখ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং সুবিধার এ আইসিডি নির্মাণের ব্যাপারে গতকাল ঢাকায় রেলওয়ের প্রতিষ্ঠান কন্টেনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর সাথে সাইফ লজিস্টিকস এ্যালায়েন্সের চুক্তি স্বাক্ষর হয়। হালিশহরে রেলওয়ের মালিকানাধীন ২১ দশমিক ২৯ একর জায়গায় আইসিডিটি নির্মিত হবে। এতে বছরে একশ’ কোটি টাকার ব্যবসা এবং পাঁচশ লোকের কর্মসংস্থান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সূত্র জানায়, হালিশহরে রেলওয়ের মালিকানাধীন জায়গায় আইসিডি নির্মাণে গত ৩ ফেব্রুয়ারি টেন্ডার আহ্বান করা হয়। নানা প্রক্রিয়া শেষে সাইফ লজিস্টিকস এ্যালায়েন্স আইসিডি নির্মাণের জন্য নির্বাচিত হয়। গতকাল সিসিবিএল-এর সাথে চুক্তি করে সাইফ লজিস্টিকস অ্যালায়েন্স। সাইফ লজিস্টিকসের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল সাইফ এবং কন্টেনার কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বেলাল উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এতে আরো উপস্থিত ছিলেন সাইফ লজিস্টিকসের চেয়ারম্যান তরফদার মোহাম্মদ রুহুল আমিন, কন্টেনার কোম্পানির চেয়ারম্যান রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্ত ১৩, মৃত্যু ১
পরবর্তী নিবন্ধশুভ প্রবারণা পূর্ণিমা আজ