নতুন অ্যাম্বুলেন্স পেল সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে। দীর্ঘ ১৭ বছরের পুরোনো অ্যাম্বুলেন্সটি দিয়ে রোগী পরিবহনে বেশ সমস্যা হচ্ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নতুন একটি অ্যাম্বুলেন্সের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরউদ্দিন রাশেদ। অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার পর স্বাস্থ্য কমপ্লেক্স পেল একটি নতুন অ্যাম্বুলেন্স। গত শনিবার ডা. নুর উদ্দিন রাশেদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালেক এমপি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (স্বাস্থ্যসেবা) লোকমান হোসেন মিয়া, ভারতীয় হাই কমিশনার বিক্রম কে গোরাইস্বামী, কেন্দ্রীয় ওষুধাগার পরিচালক আবু হেনা মোরশেদ জামান, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চবিতে বিএনসিসির অভিযান
পরবর্তী নিবন্ধদেওয়ানহাট-পতেঙ্গা সড়কের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিন : সুজন