নগরীর পতেঙ্গায় অবস্থিত নটরাজ সঙ্গীত একাডেমির ১৫ বছর পূর্তি উৎসব এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত বৃহস্পতিবার নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। একাডেমির পরিচালক সুমন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নুর আনোয়ার হোসেন রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজিত রায়, দৈনিক আজাদীর স্পোর্টস রিপোর্টার এবং চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী এবং স্বাধীন বাংলা বেতারের শিল্পী জয়ন্তী লালাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির তবলা শিক্ষক সজল দাশ, গিটার শিক্ষক মজিবুল আলম, আবৃত্তি শিক্ষক মাসুদ তালুকদার। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন দুর্জয় চৌধুরী। অনুষ্ঠানে সংগীত, গিটার, তবলা, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী একাডেমির ছাত্র–ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি এবং অতিথিবৃন্দ। পরে একাডেমির ছাত্র–ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে একাডেমির ছাত্র ছাত্রীদের পরিবেশন মুগ্ধ করে দর্শকদের। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কোমলমতি মিশুদের মানসিক বিকাশে সাংস্কৃতির কোন বিকল্প নেই। তাই ছাত্র ছাত্রীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি সাংস্কৃতির বিভিন্ন বিষয়ে পড়াশোনা করার আহবান জানান তিনি। আর এর মাধ্যমে ছাত্র–ছাত্রীরা ভুল পথে পরিচালিত হওয়া থেকে বিরত থাকবে। তিনি নটরাজ সংগীত একাডেমির আরো সাফল্য কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।