নজুমিয়ার হাটে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত

আজাদী অনলাইন | শনিবার , ১ মে, ২০২১ at ১১:৪৮ অপরাহ্ণ

হাটহাজারী উপজেলার নজুমিয়ার হাট এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নিহত হয়েছেন।
আজ শনিবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বাংলানিউজ
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া জানান, নিহতের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৭০ হবে।
তিনি জানান, মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধকে সোয়া ৮টার দিকে হাসপাতালে নিয়ে আসেন দু’জন পথচারী। এ অবস্থায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধমামলা তুলে নিতে মুনিয়ার বোনকে ‘গুম-খুনের হুমকি’
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৮৪