লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলীর উদ্যোগে গত রোববার লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি হলে ৫ শতাধিক বিভিন্ন ধর্মীয়, শিক্ষমূলক গল্প, মহান ব্যক্তিদের জীবনী ও শিক্ষণীয় বই নজুমিঞার হাট এ কে সিদ্দিকী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমেদের নিকট হস্তান্তর করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. ইকবাল হোসেন সুমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। প্রধান অতিথি বলেন, বই মানুষের মনোজগতকে বিকশিত করে সেজন্য শিক্ষার্থী থেকে শুরু করে আমাদের সবাইকে বই পড়ায় মনোযোগী হতে হবে। জ্ঞানার্জন করতে হলে বই পড়ার বিকল্প নেই। নিয়মিত বই পড়ার মাধ্যমে নিজেকে পরিবর্তনের পাশাপাশি সমাজ তথা দেশকেও পরিবর্তন করা সম্ভব। এতে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারী লায়ন মো. আবু মোরশেদ,লায়ন তারেক কামাল,জয়েন্ট সেক্রেটারী মিরাজুর রহমান তুহিন, লিও জেলা চেয়ারম্যান লায়ন শুভ নাজ জিনিয়া, ক্লাব সেক্রেটারী লায়ন তীর্থঙ্কর বড়ূয়া, লায়ন আশরাফুল ইয়াসিন, লায়ন হেলাল উদ্দিন, লায়ন প্রকৌশলী আবুল কাশেম, লায়ন দুলাল কান্তি বড়ূয়া, লায়ন হাসিবুল হাসান চৌধুরী রাশেদ,লিও জেলা সভাপতি শওকত হোসেন, লিও ক্লাব সভাপতি দীপ্ত দে, সেক্রেটারী লিও শাহ আমানত হৃদয়, লিও ইফতেখার হোসেন,লিও ইমরুল কায়েস ইমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












