পাঠানটুলী নজির ভান্ডার দরবার শরীফস্থ গাউছিয়া হাফেজ মঞ্জিলে শাহসূফি মাওলানা হাফেজ সৈয়দ নজির আহমদ শাহ আল–মাইজভান্ডারী (ক.)’র বার্ষিক ওরশ গতকাল মঙ্গলবার সৈয়দ শামশুল হুদা আল–মাইজভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ নঈমুল হুদা আল–মাইজভান্ডারী ও ইঞ্জিনিয়ার সৈয়দ এহসানুল হুদা। বক্তারা বলেন, গাউছুল আজম মাইজভান্ডারির আদর্শে আদর্শিত হজরত নজির আহমদ শাহ আল মাইজভাণ্ডারী ছিলেন এক অনন্য জীবনের অধিকারী। তিনি পথহারা মুসলিম সহ সমগ্র বাঙালি জাতিকে সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছিলেন। শেষে মিলাদ কিয়াম ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












