বাঁশখালীতে মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজে পালিত হয়েছে ১৪তম বই উৎসব। গতকাল শনিবার মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে ৩৩০ জন ভর্তিকৃত শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়। মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব ও দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি শিক্ষার্থীদের হাতে বইগুলো তুলে দেন। বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মাস্টার নজির আহমদ ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান সিআইপি বলেন, একাদশ শ্রেণির ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রতিবছর আমরা বই দিয়ে থাকি। এবারো বই দিয়েছি। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে কিতাব দিয়ে থাকি। আমার ইচ্ছে থাকলেও কোভিডের কারণে অনেক কিছু করতে পারিনি। আপনারা জানেন মাস্টার নজির আহমদ ট্রাস্ট প্রতিষ্ঠালগ্ন থেকে আর্থ-সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সব সময় সহযোগিতা করে থাকে। এরই ধারাবাহিকতায় আজকের এই বই বিতরণ অনুষ্ঠান। কলেজ অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে বই উৎসবে উপস্থিত ছিলেন আমির হোসেন, বনশ্রী সেনগুপ্ত, আমজাদ হোসেন, মাহমুদুল করিম, মো. শাহাদাৎ হোসেন, লুৎফন নাহার, কামরুন্নাহার, সালাহউদ্দিন ওয়াসিম, শহীদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।