নজর কেড়েছে ২৩ মণ ওজনের ‘কালা বাবু’

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ জুন, ২০২৩ at ৭:৪৩ পূর্বাহ্ণ

কালা বাবু। ওজনে ২৩ মণ ছাড়াবে। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটির দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা। সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের খামারি মো. রাসেল গরুটি পালন করেছেন। বিশাল আকৃতির এই ষাঁড়টি উপজেলাবাসীর নজর কেড়েছে।

রাসেল জানান, এবারের কোরবানি ঈদে বিক্রির জন্যে প্রায় ৩ বছর ধরে তিনি নিজের সন্তানের মতো আদর যত্ন করে লালনপালন করেছেন গরুটি। শখ করে নাম রেখেছেন কালা বাবু। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ঘাস, ভূসি, খইল খাইয়ে লালনপালন করা হয়েছে গরুটিকে। পরম যত্নে গরুটি পালন করতে পরিবারের সদস্যরাও কষ্ট করেছেন। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটি তিন বছর আগে আরেকটি গরুর সাথে বাছুর হিসেবে ক্রয় করা হয় বলে জানান রাসেল।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের নির্বাচন নিয়ে প্রত্যাশা স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র : কিরবি
পরবর্তী নিবন্ধএখনো ঠিক হয়নি ফেরি সার্ভিস চালুর দিনক্ষণ