নজরুল ইসলাম চৌধুরীর ব্যাংক ঋণ ৫৩ লাখ ৪২ হাজার ৯৬১ টাকা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ৬:০৭ পূর্বাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম১৪ (চন্দনাইশ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম চৌধুরী নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন। হলফনামায় তিনি পেশায় ব্যবসা এবং শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন বিএ পাশ। আয়ের উৎসে তিনি বাড়িভাড়া, অ্যাপার্টমেন্ট, দোকানভাড়া ও অন্যান্য ভাড়া বাবদ বার্ষিক আয় দেখিয়েছেন ৮ লাখ ৪০ হাজার টাকা, ব্যবসা থেকে আয় ৬ লাখ ৩৬ হাজার ৭৫ টাকা, প্রার্থীর ওপর নির্ভরশীলদের আয় ৬ লাখ ৫১ হাজার ৫৫১ টাকা, শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে আয় ১১ লাখ ৬৩ হাজার ১৮০ টাকা, সংসদ সদস্য হিসেবে সম্মানি ভাতা ২৬ লাখ ৪৭ হাজার ৩৩২ টাকা। অস্থাবর সম্পদের মধ্যে নিজ নামে নজরুল ইসলাম চৌধুরীর নগদ টাকা আছে ১১ লাখ ৬৭ হাজার ২৯২ টাকা, স্ত্রীর নামে আছে ১০ লাখ ২৬ হাজার ৯৩২ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজ নামে জমা ১ লাখ ৬২ হাজার ৫৮৪ টাকা, বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার নিজ নামে ৩২ লাখ ১৫ হাজার ৭৬০ টাকা এবং স্ত্রীর নামে ৭৫ হাজার টাকা, বাস, ট্রাক, মটরগাড়ির মূল্য দেখিয়েছেন ১ কোটি ৬ লাখ ৮০ হাজার টাকা, স্বর্ণ ও অন্যান্য ধাতুর মূল্য নিজ নামে দেখিয়েছেন ২৫ হাজার টাকা, স্ত্রীর নামে ৫০ হাজার টাকা, আসবাবপত্র নিজ নামে ১ লাখ টাকা এবং স্ত্রীর নামে দেখিয়েছেন ১০ হাজার টাকা, অন্যান্য অংশীদারী কারবারে মূলধন ও লাইফ পলিসি নিজ নামে ২৭ লাখ ১৬ হাজার ৮১ টাকা এবং স্ত্রীর নামে দেখিয়েছেন ১৬ লাখ ৬০ হাজার ৭৯৫ টাকা। স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে কৃষি জমি রয়েছে ১ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার ৯১০ টাকা, স্ত্রীর নামে ১৭ লাখ ৩০ হাজার টাকা, অকৃষি জমি নিজ নামে ৪২ লাখ ৫৩ হাজার ৯৪০ টাকা এবং স্ত্রীর নামে আছে ২ লাখ ৪ হাজার ৪৪৫ টাকা, নিজ নামে দালানের মূল্য দেখিয়েছেন ৮২ লাখ ৭০ হাজার ৭১৫ টাকা, স্ত্রীর নামে দালানের মূল্য দেখিয়েছেন ৪৮ লাখ টাকা। নজরুল ইসলাম চৌধুরী তার প্রতিষ্ঠান চৌধুরী সিন্ডিকেট লিমিটেডের নামে উত্তরা ব্যাংক সদরঘাট শাখা থেকে ৫৩ লাখ ৪২ হাজার ৯৬১ টাকা ঋণ নিয়েছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় কোটি টাকার প্লট-ফ্ল্যাট আছে মাহফুজুর রহমানের
পরবর্তী নিবন্ধনজিবুল বশর মাইজভাণ্ডারীর ব্যবসা থেকে আয় ২৬ লাখ ৪০ হাজার টাকা