নজরুলের সাহিত্য-কর্ম পরাধীনতার শৃঙ্খল ভাঙতে অনুপ্রেরণা জুগিয়েছে

নজরুল মঞ্চের সভায় বক্তারা

| রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ at ১২:০৯ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু পরাধীনতার কবি নন, তিনি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। তাঁর সাহিত্যসংগীত সমগ্র পরাধীনতার শৃঙ্খল ভাঙতে অনুপ্রেরণা জুগিয়েছে। গত ২৯ আগস্ট কাজির দেউড়ির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩১তম ব্যাচ ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল মঞ্চের আয়োজনে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি নজরুল সংগীত শিল্পীগবেষক ফরিদা করিমের সভাপতিত্বে এবং সহসভাপতি সাজ্জাদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল গবেষক প্রফেসর আলমগীর মোহাম্মদ, . মোহাম্মদ কামাল উদ্দিন, সরোয়ার আমিন বাবু, ওসমান জাহাঙ্গীর, এম আর মিল্টন,আবুল কালাম আজাদ, লোকমান চৌধুরী রাশু, লায়ন ফারুক আহমেদ, মোসলেম উদ্দীন, আবদুল আলীম, মহিউদ্দীন কাদের, উজ্জ্বল বড়ুয়া, এম এ সবুর, মোক্তার উদ্দিন, ... বোরহান প্রমুখ।বক্তারা বলেন, এক শতাব্দী আগে নজরুলের কবিতাগান মানুষকে জাগ্রত করেছিল, আজও তাঁর চেতনা নাগরিক স্বাধীনতার পথ দেখায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে কিশোর মাহিন হত্যায় আরো একজন গ্রেপ্তার