জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু পরাধীনতার কবি নন, তিনি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। তাঁর সাহিত্য–সংগীত সমগ্র পরাধীনতার শৃঙ্খল ভাঙতে অনুপ্রেরণা জুগিয়েছে। গত ২৯ আগস্ট কাজির দেউড়ির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩১তম ব্যাচ ক্লাবে জাতীয় কবি কাজী নজরুল মঞ্চের আয়োজনে কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি নজরুল সংগীত শিল্পী–গবেষক ফরিদা করিমের সভাপতিত্বে এবং সহ–সভাপতি সাজ্জাদ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নজরুল গবেষক প্রফেসর আলমগীর মোহাম্মদ, ড. মোহাম্মদ কামাল উদ্দিন, সরোয়ার আমিন বাবু, ওসমান জাহাঙ্গীর, এম আর মিল্টন,আবুল কালাম আজাদ, লোকমান চৌধুরী রাশু, লায়ন ফারুক আহমেদ, মোসলেম উদ্দীন, আবদুল আলীম, মহিউদ্দীন কাদের, উজ্জ্বল বড়ুয়া, এম এ সবুর, মোক্তার উদ্দিন, আ.ফ.ম. বোরহান প্রমুখ।বক্তারা বলেন, এক শতাব্দী আগে নজরুলের কবিতা–গান মানুষকে জাগ্রত করেছিল, আজও তাঁর চেতনা নাগরিক স্বাধীনতার পথ দেখায়। প্রেস বিজ্ঞপ্তি।