নজরুলের বিদ্রোহ ছিল উপনিবেশবাদের বিরুদ্ধে

প্রিমিয়ার ভার্সিটির সেমিনারে বক্তারা

| বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৩৩ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়া কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইংরেজি বিভাগের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিষয়ক বিশেষ সাহিত্য সেমিনার গত মঙ্গলবার প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটির সেন্ট্রাল ডিপার্টমেন্ট অব ইংলিশের প্রফেসর ড. কমল পুইয়াল। প্রবন্ধের ওপর মুখ্য আলোচক ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম।

আলোচক ছিলেন কলকাতা ছায়ানটের সভাপতি শমরিতা মল্লিক, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আবদুর রহিম ও কোহিনূর আকতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক দুহিতা চৌধুরী।

প্রফেসর ড. কমল পুইয়াল তাঁর প্রবন্ধে বলেন, নজরুল ইসলামের কাব্যে মূর্ত হয়েছে সাম্যবাদ ও সার্বজনীনতা। ড. কমল পুইয়াল তাঁর প্রবন্ধে নজরুলের সঙ্গে তুলনা করেন নেপালের কবি বৈরাগী কাইলার, যাঁর কবিতায় ফুটে ওঠেছে নেপালের রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ। কিন্তু নজরুলের বিদ্রোহ ছিল উপনিবেশবাদের বিরুদ্ধে বিদ্রোহ, মুক্তি অর্জনের জন্য বিদ্রোহ।

তাঁর প্রবন্ধের ওপর মুখ্য আলোচকের বক্তব্যে প্রফেসর ড. মোহীত উল আলম বলেন, . কমল পুইয়ালের প্রবন্ধটি আমাকে মুগ্ধ করেছে। প্রবন্ধটিতে নজরুল ও নেপালের কবি বৈরাগী কাইলার তুলনামূলক আলোচনা স্থান পেয়েছে। বৈরাগী কাইলা বিশ শতকের ষাট দশকে লিখতে শুরু করেন। ড. কমল পুইয়াল নজরুল ও বৈরাগী কাইলা উভয়ের বিদ্রোহী চেতনা ও বিদ্রোহী সত্তা নিয়ে কথা বলেছেন।

শমরিতা মল্লিক নজরুলের ‘বিদ্রোহী’ কবিতার রচনা ও প্রকাশের ইতিবৃত্ত বর্ণনা করেন। তিনি নজরুলের ‘আনন্দময়ীর আগমনে’ কবিতাটি ধূমকেতু পত্রিকায় প্রকাশের পর তাঁর গ্রেপ্তার ও একবছর কারাবরণের কথা তুলে ধরেন। সভাপতি নজরুলকে অসাম্প্রদায়িক কবি হিসেবে তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুনতির ১৯ দিনব্যাপী সীরত মাহফিল শুরু
পরবর্তী নিবন্ধসাউদার্ন ভার্সিটিতে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট দিবস পালিত