নজরুলের বিদ্রোহী ও সাম্যের চেতনাকে ধারণ করতে হবে

বইমেলার নবম দিনে বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ মার্চ, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

বইমেলার নবম দিনে গতকাল সোমবার নজরুল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. জ্যোতিপ্রকাশ দত্ত বলেন, সাম্য, সমপ্রীতির কবি নজরুল, তাঁর হৃদয়মাধুর্য দিয়ে সব শ্রেণিবৈষম্য দূর করতে চেয়েছিলেন। এই চেতনা তরুণদের মধ্যে লালন করা এবং সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। তিনি বলেন, নজরুল ছিলেন বাঙালির চিত্তজাগরণকারী গণমানুষের কবি। এবছরের ডিসেম্বরে নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হবে। তিনি নজরুলের বিদ্রোহী ও সাম্যের চেতনাকে ধারণ করে তরুণদের অসামপ্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। বই মেলা কমিটির যুগ্ম-আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহআলম নীপুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অমর একুশে বই মেলার আহ্বায়ক ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমি পদকপ্রাপ্ত লেখক ও কবি বিশ্বজিৎ চৌধুরী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন আজাদী লীগের সভাপতি নজরুল ইসলাম আশরাফী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা। প্রসঙ্গত, নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে চলছে বইমেলা। মেলার আয়োজক চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে চট্টগ্রামের সৃজনশীল প্রকাশক পরিষদ, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী এবং অন্যান্য শিল্প-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরাই সম্মিলিতভাবে এ মেলা বাস্তবায়ন করছেন। মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা ও ছুটির দিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সর্ব সাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করা হয়েছে এবারের মেলা। মেলায় ৯৫ প্রকাশনা প্রতিষ্ঠানের ১২০টি স্টল আছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সমাবেশ কাল
পরবর্তী নিবন্ধমহসিন আলী