চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নজরুল গবেষণা কেন্দ্রের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে।
নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান। ফারসি ভাষায় বক্তব্য রাখেন ইরানের শাহরে কোরদ বিশ্ববিদ্যালয় থেকে আগত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক (পরিদর্শক) মেহরান নাজ্জাফি হাজিবার। তার বক্তব্য বাংলায় উপস্থাপন করেন একই বিভাগের প্রভাষক মিজানুর রহমান।
‘কাজী নজরুল ইসলামের সঙ্গে ফারসি কবিতার সম্পর্ক’ শীর্ষক আলোচনায় মেহরান নাজ্জাফি হাজিবার বলেন, ফারসি ভাষা ও সাহিত্যের প্রেরণায় নজরুল উর্দু ও বাংলা উভয় ভাষাকেই নতুন সৌন্দর্য ও গভীরতায় পৌঁছে দিয়েছিলেন। যদিও তার কবিতা বাংলায় রচিত, তবু তাতে ফারসির প্রাণ প্রবাহিত। মনে হয় প্রতিটি পংক্তিতে ফারসি গজলের অনুরণন বাজছে।
সেমিনারে ‘ঔপনিবেশিক আধুনিকতার অপর ও নজরুল সাহিত্য’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। তিনি বলেন, নজরুলের কবিতা হাজির করেছে বাংলা সাহিত্যের প্রথম ও একমাত্র বিপ্লবী ইমেজ। বিপ্লব একটি রাজনৈতিক ও দার্শনিক বর্গ যার প্রতিটি অঙ্গ নজরুলের রচনায় কাব্যভাষার মাধ্যমে ফুটে উঠেছে।
অনুষ্ঠানে কবি রেজাউদ্দিন স্টালিন ও অধ্যাপক মোহাম্মদ আজম যৌথভাবে নজরুল পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নজরুল গবেষকের হাতে বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নুরুল আমীন ও অধ্যাপক শারমিন মুস্তারীর কাছে। এছাড়া নজরুল গবেষণা কেন্দ্র আয়োজিত ‘নজরুল সপ্তাহ’ (১৬–২৩ অক্টোবর) উপলক্ষে অনুষ্ঠিত নজরুল কুইজ, গীতি ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে নজরুল কুইজে ৩ জন, কবিতা প্রতিযোগিতায় ৩ জন এবং সংগীত প্রতিযোগিতায় ৪ জন বিজয়ী হয়েছেন।










