নজরুল

আহসানুল হক | বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:১৫ পূর্বাহ্ণ

চোখ দু’টো তাঁর ডাগর ডাগর
কোঁকড়া কোঁকড়া চুল
সাম্যবাদের কবি তিনি
বিদ্রোহী নজরুল !

কাব্য-গানে ফোটান তিনি
গুল বাগিচায় ফুল
‘অগ্নিবীণার’ সুর বাজিয়ে
বাঁধান হুলুস্থূল !

মাঝ বয়সে হঠাৎ তিনি
হন যে নিথর -চুপ
একাকী যে পোড়ান তিনি
‘গন্ধ বিধুর ধূপ’!

সুরের পাখি আর ডাকেনা
আর ভাঙেনা ঘুম
কাব্য-ছড়া-গান নিয়ে তাঁর
বাইরে চলে ধুম !

এই প্রজন্ম উঠুক বেড়ে
তাঁর আদর্শে ঠিক
আঁধার দিনে দেখান তিনি
সত্য,আলোর দিক !

পূর্ববর্তী নিবন্ধডিপজলের ঘর ভাঙা সংসার
পরবর্তী নিবন্ধসাজাপ্রাপ্ত ৭ জনের জামিন হাই কোর্টে