জীবনমুখী গানের শিল্পী নচিকেতা চক্রবর্তী পশ্চিমবঙ্গের মতো এদেশেও সমান জনপ্রিয়। সমপ্রতি কণ্ঠশিল্পী বাংলাদেশের একটি গানে কণ্ঠ দিয়েছেন। বাংলাদেশের গীতিকবি হাসানুজ্জামানের লেখা একটি গানে। ‘ভালোবাসতেই হবে’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালক কিশোর দাস। সমপ্রতি কলকাতার অ্যাকুষ্টিক ষ্টুডিওতে গানটির কণ্ঠ দিয়েছেন নচিকেতা। তিনি বলেন, দারুণ কথার একটি গানে কণ্ঠ দিলাম এবং আমার অত্যন্ত প্রিয় মিউজিক ডিরেক্টর কিশোরের সুরে গানটি আমার ভীষণ ভালো লেগেছে আশাকরি সকলের ভালো লাগবে। গানটি নিয়ে গীতিকার হাসানুজ্জামান বলেন, আমি মূলত কবিতা লিখি, যখন গান লেখার মনস্থির করলাম তখন নচিকেতার মতো এত বড় মাপের একজন শিল্পীর মাধ্যমে আমার গানের যাত্রা শুরু হলো। আমি কৃতজ্ঞ, ধন্য। কিশোর বলেন, নচিকেতা আমার সুরে গান করবেন এটা স্বপ্ন ছিল। এই গানটির মাধ্যমে তা পূর্ণ হলো। শিগগিরই গানটি রূপকথা মিউজিকের ইউটিউব চ্যানেল ও অন্যান্য অনলাইন প্লাটফর্মে প্রকাশ পাবে।












