নগর স্বেচ্ছাসেবক দল : পাঁচ ইউনিটে ৩১ সদস্যের আহবায়ক কমিটি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:১১ অপরাহ্ণ

নগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন পাঁচটি ইউনিটে আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্র। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) এ অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত ইউনিটগুলো হচ্ছে কোতোয়ালী থানা, ডবলমুরিং থানা, সদরঘাট থানা, চকবাজার থানা ও চান্দগাঁও থানা।

নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেন। তিনি বলেন, আজ কেন্দ্রীয় কমিটির সাথে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম এবং মহনগর নেতৃবৃন্দের যৌথ সভায় কমিটি অনুমোদনের সিদ্ধান্ত হয়েছে। ঘোষিত কমিটির নেতৃবৃন্দ আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সকল ওয়ার্ড কমিটি করবে।

ঘোষিত কমিটির মধ্যে কোতোয়ালী থানায় এন মোহাম্মদকে রিমনকে আহবায়ক ও আবদুল্লাহ আল হাসান মানিককে সদস্য সচিব, ডবলমুরিং থানায় আকতার হোসেন বাবলুকে আহবায়ক ও নোমান শিকদার সোহাগকে সদস্য সচিব করা হয়।

সদরঘাট থানায় ইয়াসির আরাফাতকে আহবায়ক ও আনোয়ারুল আবেদীন মুন্নাকে সদস্য সচিব, চকবাজার থানায় রিদুয়ানুল হককে আহবায়ক ও শহিদুল ইসলাম শহিদক সদস্য সচিব করা হয়।

চান্দগাঁও থানায় সাজিদ হাসান রনিকে আহবায়ক ও মোহাম্মদ শহীদুজ্জামান শহীদকে সদস্য সচিব করা হয়েছে। প্রতিটি ইউনিট কমিটির আকার ৩১ সদস্য বিশিষ্ট।

পূর্ববর্তী নিবন্ধরাস্তা ও ফুটপাত দখল করায় ছয় দোকানদারকে জরিমানা
পরবর্তী নিবন্ধ‘শিক্ষা প্রতিষ্ঠান এখন খুলে দেওয়া যায়’