নগর স্বেচ্ছাসেবক দলের সভায় হামলার অভিযোগ

আহত ১৪

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:০৮ পূর্বাহ্ণ

নগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় হামলা হয়েছে। এতে দলটির ১৪জন আহত হন। গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচলাইশ মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগযুবলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আহতরা হলেনদেলোয়ার হোসেন, ফরহাদ আজাদ, আজাদ চৌধুরী, জাকির হোসেন, বাবু, হাসান, শরীফ, আকাশ, মাসুদ রানা, ইমরান, ভুট্টো মাতবর, শাহেদ, ইমন ও সুজন। বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা। এর মধ্যে দেলোয়ারের অবস্থা গুরুতর।

নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান দৈনিক আজাদীকে বলেন, পাঁচলাইশ থানা যুবদলের সঙ্গে আমাদের কর্মী সভাটি পূর্ব নির্ধারিত। ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেনের বাড়ির সামনে সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর আগে হঠাৎ ছাত্রলীগ, যুবলীগ রামদা, লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায়। আমাদের নেতাকর্মীদের মারধর করে। একই কথা বলেন সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু।

ঘটনার পর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই জের ধরে মূলত হামলার ঘটনাটি ঘটে। আমরা ঘটনাস্থলে গিয়ে আহত কাউকে পাইনি। কেউ যদি থানায় এসে অভিযোগ করে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান
পরবর্তী নিবন্ধওএমএসের চাল-আটা কিনতে নিম্ন আয়ের মানুষের ভিড়