নগর যুবদল সেক্রেটারি শাহেদ জামিনে মুক্ত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ জামিনে মুক্ত হয়েছেন। কোতোয়ালী থানার এক মামলায় কারাভোগ করে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।
জানা যায়, গত কয়েকদিন আগে কোতোয়ালী থানার একটি মামলায় উচ্চ আদালতের নির্দেশে মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদকে জেলা হাজতে প্রেরণের আদেশ দেন। পরবর্তীতে বৃহস্পতিবার পুনরায় জামিন আবেদন করলে মহানগর হাকিম আদালত তাকে জামিনে মুক্তির আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধইডিইউতে ১৬ ক্লাবের জমজমাট উৎসব
পরবর্তী নিবন্ধকুমিরায় আগুনে পুড়ল ৫ দোকান