নগর বিএনপির ১১ নেতা-কর্মীর ১ দিনের রিমান্ড

আজাদী অনলাইন | বুধবার , ৩১ মার্চ, ২০২১ at ৫:২৬ অপরাহ্ণ

নগরীর কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির ১১ নেতা-কর্মীর এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ বুধবার (৩১ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা এ রিমান্ডের আদেশ দেন। বাংলানিউজ
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মারুফুল হক চৌধুরী মারুফ, আব্দুল মোতালেব প্রকাশ কিং মোতালেব, মো. ফিরোজ, তারেক আজিজ, মো. আবু বক্কর ছিদ্দিক, সাইদ তানজিম মাহমুদ, আব্দুর রহিম প্রকাশ মিনার রহিম, মো. আলি আকবর হোসেন, মো. লিটন, মো. হায়দার হোসেন ও সাকিব হোসেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. এরফানুর রহমান জানান, কোতোয়ালী থানার মামলায় গ্রেফতার বিএনপির ১৬ নেতা-কর্মীর ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত শুনানি শেষে পুরুষ ১১ জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে। নারী ৫ জনের রিমান্ড না মঞ্জুর করেন।
নগরীর কাজীর দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৫৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল এর সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধবান্দরবানে সব পর্যটন স্পট বন্ধ ঘোষণা