নগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ। আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন কারাগারে থাকায় অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য এম এ আজিজকে গত শনিবার দায়িত্ব দিয়েছে দলের হাইকমান্ড।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার ভার্চুয়ালি সভা করে বিএনপির র্শীষ নেতারা। এতে যোগ দেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সংগঠনকে গতিশীল করতে নগর বিএনপিতে উপযুক্ত কাউকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করার জন্য চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে নির্দেশনা দেন। এরপর এম এ আজিজকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করা হয়।
এ বিষয়ে নগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রস আলী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড ডা. শাহাদাত হোসেনের অনুপস্থিতিতে সুচারুরূপে সাংগঠনিক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য এম এ আজিজকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দিয়েছেন। এর আগে তিনি বন্দর থানা বিএনপির সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
এম এ আজিজ দৈনিক আজাদীকে বলেন, কঠিন একটা সময় পার করছি আমরা। সরকার ও তাদের তাবেদার পুলিশ বাহিনী বিএনপি নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালাচ্ছে। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে বাধা দিচ্ছে। সম্পূর্ণ অন্যায়ভাবে ডা. শাহাদাতসহ নগরের অনেক নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। এ অবস্থায় আমার উপর আস্তা রেখে দলের হাই-কমান্ড যে দায়িত্ব দিয়েছেন তা পালন করবো। সবাইকে নিয়ে সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবো।
উল্লেখ্য, গত ২৯ মার্চ নগর বিএনপির সমাবেশ চলাকলে পুলিশের সংঘে সংঘর্ষ হয়। পরে সন্ধ্যায় প্রবর্তক মোড়স্থ ট্রিটমেন্ট হাসপাতাল থেকে ডা. শাহাদাত হোসেন সহ ১৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করে। তিনি এখনো চট্টগ্রাম কারাগারে বন্দী আছেন।












