নগর বিএনপির বিজয় র‌্যালি ও সমাবেশ

স্বাধীনতাকে বিপন্ন করতে দেশি-বিদেশি চক্রান্তকারী এখনও সক্রিয় : মেয়র

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে নগর বিএনপি। গত মঙ্গলবার সকাল ১০টায় নগরের পুরাতন রেলস্টেশন চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদীঘির পাড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সভাপতিত্ব করেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

এ সময় ডা. শাহাদাত হোসেন বলেন, ১৯৭১ সালে যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে জনগণ স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিল, বিজয়ের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তা আজও পূরণ হয়নি। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করতে দেশিবিদেশি চক্রান্তকারীরা এখনও সক্রিয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল, তা বারবার ধ্বংসের ষড়যন্ত্র হয়েছে। গুম, হত্যা, নির্যাতন ও মিথ্যা মামলায় লাখো মানুষকে হয়রানি করে রাষ্ট্রকে কার্যত দমনপীড়নের যন্ত্রে পরিণত করা হয়েছিল।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে। নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম৯ আসনের ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, নিয়াজ মোহাম্মদ খান, হারুন জামান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী (রাসেল), শিহাব উদ্দিন মোবিনসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশে মিছিলে অংশ নেয়া যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৮ কর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআদালতে ডবলমুরিং থানা পুলিশের এক সদস্যের হঠাৎ মৃত্যু