নগর বিএনপির পদযাত্রা আজ

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ মে, ২০২৩ at ৪:৪৪ পূর্বাহ্ণ

নগর বিএনপির আওতাধীন সাতটি থানার উদ্যোগে আজ রোববার পদযাত্রা কর্মসূচি পালন করবে দলটি। বাকলিয়া এক্সেস রোড থেকে শুরু করে মুরাদপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করার কথা রয়েছে। ‘কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে’ কেন্দ্রীয় বিএনপি এ কর্মসূচি ঘোষণা করে।

এদিকে কর্মসূচিকে ‘সফল’ করতে গতকাল শনিবার প্রস্তুতি সভা করেছে নগর বিএনপি। এতে সভাপতির বক্তব্যে নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নেই। তাই তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ভয় পায়। নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনে তাদের যত ভয়। কারণ নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এদেশের জনগণ তাদেরকে ভোট দিবে না। তিনি বলেন, পদযাত্রাকে সফল করতে হবে। দেশনেত্রীর মুক্তি আন্দোলন বেগবান করতে হবে।

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এম. নাজিম উদ্দিন, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মো. কামরুল ইসলাম, এম এ সবুর, এডভোকেট আব্দুর সাত্তার, এস.এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, শাহ আলম, ইস্কান্দর মির্জা, আবদুল মান্নান, জয়নাল আবেদিন জিয়া, হারুন জামান, আবুল ফয়েজ, আর ইউ চৌধুরী শাহিন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, গাজী সিরাজ উল্লাহ, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মো. আজিম উদ্দিন, মামুনুল ইসলাম হুমায়ুন, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ শাহেদ, জেলি চৌধুরী, নূর হোসেন, মনির চৌধুরী, জাকির হোসেন, আব্দুল কাদের জসিম, সিনিয়র সহসভাপতি এমআই চৌধুরী মামুন, মোহাম্মদ সাইফুল আলম, শরিফুল ইসলাম তুহিন, কামাল পাশা নিজামী চৌধুরী, নবাব খান, মশিউল আলম শ্বপন, মনজুর আলম মঞ্জু, আব্দুল্লহ আল সগীর, শামছুল আলম, আলাউদ্দিন আলী নুর, আক্তার খান, এস এ মফিজুল্লাহ, মো. আসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশর্তসাপেক্ষে কেউ আনসার চাইলে পাবেন, নেতৃত্বে থাকবে পুলিশ
পরবর্তী নিবন্ধকাঁচা মাছ গলায় আটকে শিশুর মৃত্যু