নগর বিএনপির তিনদিনের কর্মসূচি ঘোষণা

দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:২৯ পূর্বাহ্ণ

দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে নগর বিএনপি। এসব কর্মসূচির মধ্যে রয়েছেআগামী ৩১ আগস্ট রাঙ্গুনিয়ায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রথম মাজারে পুষ্পস্তবক অর্পণ, ১ সেপ্টেম্বর নগরের জামিয়াতুল ফালাহ্‌ মসজিদের সামনে থেকে নিউমার্কেট পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি এবং ২ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হবে।

গতকাল মঙ্গলবার বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

এসময় এরশাদ উল্লাহ বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচিএর ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়ে আসছে।

তিনি অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল সারা দেশে বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। দল ও দলের নেতৃত্বকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এসব অপপ্রচার ও ষড়যন্ত্র বিএনপিকে দুর্বল করতে পারবে না। বিএনপির শেকড় দেশের সাধারণ মানুষের হৃদয়ে প্রোথিত।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, সৈয়দ আজম উদ্দিন, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মোবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, নগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, মহানগর বিএনপির সদস্য নুরুল আলম রাজু, আবুল ফয়েজ, আবুল হাশেম, মুজিবুল হক, মোহাম্মদ সালাউদ্দিন, সৈয়দ শিহাবউদ্দিন আলম, মামুনুল ইসলাম হুমায়ুন, মশিউর আলম স্বপন, মোহাম্মদ জাফর আহমেদ, গাজী আইয়ুব, এম এ সবুর, মোহাম্মদ আজম, আশরাফুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, মহানগর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাইফুল আলম, তাঁতী দলের সদস্য সচিব মনিরুজ্জামান মুরাদ।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগং মহানগরের রক্তের গ্রুপ নির্ধারণ ও চক্ষু পরীক্ষা
পরবর্তী নিবন্ধদাদুবাড়ি জাদুবাড়ি