নগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়েদুল্লাহ মারা গেছেন

| রবিবার , ১১ মে, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্নাইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ কিছুক্ষণ আগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রবিবার সকাল ১১টায় চকবাজার প্যারেড মাঠে জানাজা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধনিজের মোট সম্পদের ৯৯ শতাংশই দান করবেন গেটস
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে চুরি-ডাকাতিসহ একাধিক মামলার ২৩ আসামি গ্রেপ্তার