নগর জাতীয় পার্টির দ্বি–বার্ষিক সম্মেলন উপলক্ষে নগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে গতকাল বুধবার নগর জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে নগর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক জহুরুল ইসলাম রেজার সভাপতিত্বে ও সদস্য সচিব এমদাদ হোসাইন চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠ। প্রধান বক্তা ছিলেন নগর জাপার সিনিয়র সহ–সভাপতি আবু জাফর মুহাম্মদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ইয়াকুব হোসেন, মাহবুবুর রহমান পিন্টু, শওকত আকবর, সালামত আলী, আবু তাহের, ছগির আহমদ সোহেল, ওসমান খান, ফজলে আজিম দুলাল, নুরুল বশর সুজন, মো. নাসির, কায়সার হামিদ মুন্না, সুলতানা, প্রিয়া আক্তার মুক্তা, এম আজগর আলী, শফিকুল আলম শফি, নাসির উদ্দিন, নুর আলম শেখ মামুন, মো. আনোয়ার, আশিকুর রহমান, মো. আল আমিন, সাজ্জাদ, মো. সম্রাট, মুহাম্মদ মাঈন, মুহাম্মদ শফি, মানু দে, মুহাম্মদ ইব্রাহিম, পিকাশ শীল সাগর, মুহাম্মদ জালাল প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সব সময় জাতীয় পার্টির ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। শেষে আগামী ১৪ অক্টোবর জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের দ্বি–বার্ষিক সম্মেলনকে সফল করার জন্য জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা–কর্মীদের নিরলসভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











