চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিজ আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি মিথুন মল্লিক ও যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াহেদ রাসেলের উপর আরোপিত সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছর কেন্দ্রীয় ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের এই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করে।