চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ ২৮ ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।
এই বিষয়ে জানতে চাইলে সৌরভ প্রিয় পাল বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর আদর্শিক সৈনিক। আর বহিষ্কার বা আবিষ্কার এগুলো দলের নিয়মিত একটি প্রক্রিয়া। ষড়যন্ত্রকারীদের মিথ্যা প্ররোচনায় আমি বিনা অপরাধে বহিষ্কার হওয়ার পরও দলের সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম।
আমার এই বহিষ্কার প্রত্যাহারের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমার বহিষ্কার আদেশ প্রত্যাহারে ভুমিকা পালনকারী সকল নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীদের কৃতজ্ঞতা জানাচ্ছি।












