বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা দক্ষিণ আওয়ামীলীগ নেতা মান্নাফির বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল গতকাল অনুষ্ঠিত হয়।
নগরীর ওয়াসা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে লালখান বাজার মোড় প্রদক্ষিণ করে টাইগার পাসে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, তরিকুল ইসলাম তানবীর, সামিয়াত আমিন জিসান, মাস্টার আরিফ, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, মাহবুবুর রহমান বাবু, নুর জাফর নাঈম রাহুল, নুর নবী মহররম, সদস্য শামসুদ্দিন শামসু, ইমরান হোসেন বাপ্পি, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, মাহমুদুল হাসান রাজু সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।