নগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

| শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:২২ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের শান্তিপূর্ণ বিভাগীয় সমাবেশে বিনা উস্কানিতে পুলিশি হামলা ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইফকে গ্রেফতার ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী আচরণে শিক্ষার্থীদের মনে ভয়, আতঙ্ক ও বিভিষিকাময় পরিবেশ বিরাজ করছে। সরকার রাজনৈতিক স্বার্থ হাসিল করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতারের নামে আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে নিরীহ ছাত্রদলের নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করছে। এ সময় উপস্থিত ছিলেন, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান (মাস্টার আরিফ), সাব্বির আহমেদ, মাহমুদুর রহমান বাবু, ইসমাইল হোসেন, মোহাম্মদ আনাছ, জাহেদ হোসেন খান জসি। উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন শিশির, আবু হাসনাত জুয়েল, রকি হোসেন পিচ্চি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: শাহাদাত
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপক মহড়া