কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। গতকাল সোমবার দুপুর ১টায় নগরের ২নং গেইট বিপ্লব উদ্যান থেকে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুরাদপুর মোড় ঘুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ও কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি শ্রাবণের উপর পুলিশি হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলোত্তর সমাবেশ থেকে দাবি করা হয়, খালেদা জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর বক্তব্য পরোক্ষভাবে হত্যার হুমকি দেয়ার শামিল।
আহবায়ক সাইফুল আলম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রীর মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ছাত্রদল যেকোনো বাধা অতিক্রম করতে প্রস্তুত। সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, আওয়ামী প্রশাসন ও সন্ত্রাসীদের অপতৎপরতা বন্ধ না হলে ছাত্রদল রাজপথে এর কঠিন থেকে কঠিনতর জবাব দিবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, খন্দকার রাজিবুল হক বাপ্পি, নুর নবী মহররম, আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন বাপ্পি, আল মামুন সাদ্দাম, এনামুল হক, মাহমুদুল হাসান রাজু, আব্বাস উদ্দিন।