সরকারি নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন গতকাল শনিবার কোভিড-১৯ ভ্যাকসিনেশান ক্যাম্পেইন উদ্যাপন উপলক্ষে নগরীর ৪১টি ওয়ার্ডে গণটিকা কার্যক্রম পরিচালনা করে। চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী লালদীঘি পাড়স্থ অস্থায়ী ক্যাম্পে উপস্থিত থেকে টিকাগ্রহণকারীদের টিকা দানের মধ্যদিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। নগরীর ৪১টি ওয়ার্ডে ১৫২টি কেন্দ্রে প্রায় ৩ লক্ষ টিকা দেয়া হয়। সকাল ৯টা থেকে শুরু করে বেলা ৫টা পর্যন্ত একটানা এই কার্যক্রম চলে। গণটিকার আওতায় নিবন্ধিত ও অনিবন্ধিত ১২ বছর এবং তদুর্ধ্ব জনসাধারণকে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়। যার মধ্যে ১২ থেকে ১৭বছর বয়সী শিশুদের ফাইজার টিকা প্রদান করা হয়েছ।
দেওয়ান বাজার ওয়ার্ড : ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডে টিকা উৎসবে প্রথম ডোজ টিকা প্রদান কার্যক্রম উৎসবমুখর পরিবেশে ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র-১ চৌধুরী হাসান মাহমুদ হাসনীর তত্বাবধানে পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সদস্য পেয়ার মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুফিয়ান সিদ্দীকি, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হারুন, দেওয়ানবাজার ইপিআই জোনের জোনাল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, মেডিকেল অফিসার খুকুমনি বড়ুয়া, ফার্মাসিস্ট মো. মনজুর আলম, স্বাস্থ্য সহকারী মো. সালাউদ্দিন, মোবারক হোসেন বাচ্চু, মো. খোরশেদ, মো. শহীদ, আলোড়ন বিশ্বাস ফ্লাওয়ার, সোহেল, মো. রনি, মো. মনজু, ইসতিয়াক আজিজ প্রমুখ।
সু-স্বাস্থ্য : বে-সরকারী সংস্থা ‘সু-স্বাস্থ্য’ কর্তৃক কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর কোভিড-১৯ টিকাদান কার্যক্রম কমিটির সদস্য সচিব ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান জেব-উন-নেসা চৌধুরী। উপস্থিত ছিলেন ডা. সুমন তালুকদার, আবু ছালেহ, আশীষ বর্দ্ধন, মো. আবু তাহের চৌধুরী, রুপনা দাশ, শাহীন আরা প্রমুখ।
দক্ষিণ কাট্টলী ওয়ার্ড : নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাজীর দিঘী এলাকায় গতকাল শনিবার গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নুরুজ্জামান সান্টু, হাজী মঞ্জু, শাহিন আহমেদ প্রমুখ।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, গতকাল রাঙামাটি জেলার ৫০টি ইউনিয়নের প্রতি ওয়ার্ডে এবং পৌর এলাকায় টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাঙামাটি জেলায় গতকাল ৪৫ হাজার টিকা প্রদানের লক্ষ্য মাত্রা নেয়া হয়েছে। জেলা সদরসহ প্রতিটি উপজেলার ওয়ার্ডে ওয়ার্ডে টিকা কার্যক্রম পরিচালিত হয়েছে। টিকা পেতে সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে মানুষের দীর্ঘ লাইন পড়েছে। জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই, এমন ব্যক্তিরাও নির্ধারিত কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পেরেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এসব বুথে টিকা দেওয়ার কাজে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা নিয়োজিত ছিলেন।
রাউজান : রাউজান প্রতিনিধি জানান, গতকাল শনিবার রাউজানে ছিল গণটিকা দেয়ার কর্মসূচি। বিভিন্ন ইউনিয়নে সকাল থেকে বিকাল পর্যন্ত চলে গণটিকা প্রদানের কাজ। এ কর্মসূচিতে নিয়োজিত স্বাস্থ্যকর্মী, ইউপি চেয়ারম্যান মেম্বারদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্বপালনকারী গার্ল গাইডস ও স্কাউট সদস্যরা। এই কর্যক্রম ঘুরে ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুরে আলম দীন।