নগর আ.লীগের সিনিয়র নেতৃবৃন্দের উপকূলীয় এলাকা পরিদর্শন

জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ মে, ২০২৩ at ৭:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ গতকাল বিকাল থেকে রাত পর্যন্ত পতেঙ্গা উপকূলীয় এলাকা পরিদর্শন করেন এবং এই এলাকার সাগর তীরবর্তী জনগণের খোঁজখবর নেন। ঘূর্ণিঝড় মোখার আঘাতে যাতে উপকূলীয় এলাকার জনগণের ক্ষয় ক্ষতি না হয় এজন্য মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপকূলীয় এলাকার জনগণকে প্রধানমন্ত্রীর নিদেশ অনুযায়ী নিরাপদে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেন। দুর্যোগকালীন সময়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগের পরামর্শ দেন।

মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী ও ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ৪১, ৪০ ও ৩৯ নম্বর ওয়ার্ডসহ পতেঙ্গা সৈকত এলাকা, আকমল আলী রোডসহ উপকূলীয় এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার পরামর্শ দেন।

পূর্ববর্তী নিবন্ধনেতাকর্মীদের উপকূলীয় মানুষের পাশে থাকার আহ্বান নগর আ. লীগের
পরবর্তী নিবন্ধউপকূলীয় এলাকায় যুবলীগের ত্রাণ বিতরণ