নগর আ. লীগের কাছে হরিজনদের স্মারকলিপি

চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবি

| বুধবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২৯ পূর্বাহ্ণ

চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে নগর আওয়ামী লীগের কাছে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) পরিচ্ছন্ন সেবক হিসেবে নিয়োজিত হরিজন সম্প্রদায়। গতকাল বিকালে দারুল ফজল মার্কেটের কার্যালয়ে চট্টগ্রাম হরিজন সমাজ পঞ্চায়েত কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা শেষে এই স্মারকলিপি দেয়া হয়।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এই স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বলেন, চসিকের নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরীর কাছে আমরা এ ব্যাপারে সুপারিশ করব। তবে দাবি আদায়ে চসিকসহ সংশ্লিষ্ট প্রশাসনের সাথে যোগাযোগ বৃদ্ধির পরামর্শ দেন তিনি।
এ সময় হরিজন সম্প্রদায় নেতা গাদুলা সর্দার, রাজ কাপুর সর্দার, সুরেশ দাশ সর্দার, শ্যাম বাবু সর্দার, দিলাবর সর্দার, বানাচি সর্দার, হরিজন আঞ্চলিক কমিটি নেতা বিষ্ণু দাশ, রঘুবীর দাশ, জগন্নাথ দাশ ঝর্ণা, শরমন দাশ লালা, কার্তিক দাশ, ওমপ্রকাশ দাশ, কৃষ্ণ দাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমেয়র রেজাউলের সাথে নদভীর সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৯৬ জনের করোনা শনাক্ত