নগর আ. লীগের ইউনিট সম্মেলন শুরু ১৬ নভেম্বর

ইউনিটের পর শুরু হবে ওয়ার্ড সম্মেলন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে ইউনিট সম্মেলন শুরু হচ্ছে আগামী ১৬ নভেম্বর থেকে। আগে যেসব ওয়ার্ডে সদস্য সংগ্রহ অভিযান শুরু হবে, সেসব ওয়ার্ড থেকেই আনুষ্ঠানিকভাবে ইউনিট সম্মেলন শুরু হবে বলে নগর আওয়ামী লীগ সূত্রে জানা গেছে। নগর আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সদস্য সংগ্রহ ও সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ভাব ফিরে এসেছে।
মোট ১২৯টি ইউনিট ও ৪৩টি ওয়ার্ড এবং ১৫টি থানা কমিটি নিয়েই নগর আওয়ামী লীগের কার্যক্রম। ইতোমধ্যে নগরীর ৪৩ ওয়ার্ড ও ১২৯টি ইউনিটে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম চলছে।
এই ব্যাপারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক আজাদীকে জানান, এখন প্রতিটি ওয়ার্ডে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন চলছে। গত মাস থেকে শুরু হওয়া সদস্য সংগ্রহ অভিযানের মেয়াদ শেষ হচ্ছে ২৭ অক্টোবর। সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির সাথে ইউনিট ও ওয়ার্ড সম্মেলনের কোন সম্পর্ক নেই। এই কর্মসূচি সারাবছরই চলবে। ইতোমধ্যে ১৫ ওয়ার্ড সদস্য সংগ্রহ অভিযান শেষ করে আমাদের কাছে জমা দিয়েছে। যাচাই-বাছাই করে এই ওয়ার্ডগুলো থেকেই ১৬ নভেম্বর থেকে ইউনিট সম্মেলন অনুষ্ঠানিকভাবে শুরু হবে। একটি ওয়ার্ডে তিনটি ইউনিট। যখন যে ইউনিটের সম্মেলন শেষ হবে সাথে সাথে সেই ওয়ার্ডে সম্মেলন করার প্রস্তুতি রয়েছে। জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দলকে তৃণমূল থেকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সম্মেলনের দিকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ। তৃণমূল পর্যায়ে দ্বন্ধ নিরসর এবং তৃণমূলকে শক্তিশালী করাই মূল উদ্দেশ্য বলে জানান কেন্দ্রীয় নেতারা।
এদিকে ইউনিট ও ওয়ার্ড সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে নগর আওয়ামী লীগের তৃণমূলের সবচেয়ে বৃহৎ বর্ধিত সভা। সভায় তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের বক্তব্যে অভাব-অভিযোগ তুলে ধরবেন।

পূর্ববর্তী নিবন্ধমার্কেটে আসছে পুরনো কাপড়
পরবর্তী নিবন্ধদশজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ