নগর আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

মাতৃভাষা ও স্বাধীনতা দিবস

| বৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে সম্পাদকমন্ডলীর সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। এতে উপস্থিত ছিলেন সম্পাদকমন্ডলীর সদস্য শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ চৌধুরী শমসের, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, জালাল উদ্দিন ইকবাল, মাহবুবুল হক মিয়া, আবদুল আহাদ, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, শহিদুল আলম প্রমুখ। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপনকে সামনে রেখে জাতীয় দিবসভিত্তিক কর্মসূচির দিন-ক্ষণ-অনুষ্ঠান নির্ধারণ করা হয়। কর্মসূচিতে রয়েছে- মাতৃভাষা দিবস সূচনায় ২০ ফেব্রুয়ারি বিকেল ৩টায় থিয়েটার ইনস্টিটিউট চত্বরে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান, ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গনে জমায়েত এবং প্রভাত ফেরীতে অংশগ্রহণ। ৭ মার্চ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ সম্প্রচার, বিকেল ৩টায় পুরাতন রেল স্টেশন চত্বরে স্বাস্থ্যবিধি মেনে জন যোগাযোগ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বিকেল ৩টায় আনুষ্ঠিকতা পালন। এছাড়া আন্দরকিল্লা চত্বরে ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দিবস পালন উপলক্ষে আইসিসি কনভেনশন হলে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী, সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছনহরা অদ্বৈত মিশনে স্মরণোৎসব আজ শুরু
পরবর্তী নিবন্ধআধুনিক সীমানা প্রাচীর তৈরির আশ্বাস এমএ সালামের