নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

| শুক্রবার , ৬ অক্টোবর, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই একটি অসাম্প্রদায়িক ভাবধারা সমৃদ্ধ রাষ্ট্রের বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত এই বাংলাদেশ সকল সম্প্রদায়ের মিলিত একটি রাষ্ট্রকাঠামো।

তিনি গতকাল বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে সম্প্রীতির পরিবেশও ক্ষুণ্ন করার অপচেষ্টা হতে পারে। আমাদের প্রত্যেককে ঐ স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র রুখতে নৈতিক ও মানবিক বোধ থেকে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে অগ্রবর্তী বাহিনীর ভূমিকা পালন করতে হবে। মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জল। সভা মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন, নোমান আল মাহমুদ এমপি, কোষাধ্যক্ষ আবদুচ ছাালাম, সফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজগৎপুর আশ্রম অনাথালয়ের মাসিক সভা
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে : মোশাররফ