নগর আওয়ামী লীগের সদস্য আবদুল লতিফ টিপু গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ জানুয়ারি, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আবদুল লতিফ টিপুকে বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ২টার দিকে কাজীর দেউড়ি ব্যাটারি গলির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার দুপুরে তাকে চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার আবদুল লতিফ টিপু সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এম এ মান্নানের ছেলে। তার ছোট ভাই মো. দিদারুল আলম দিদার চট্টগ্রাম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ টিপুকে রোবাবর দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোতোয়ালী থানার একটি বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১ ফেব্রুয়ারি থেকে চলবে দুই জোড়া আন্তঃনগর ট্রেন
পরবর্তী নিবন্ধচকবাজার ওয়ার্ড আ.লীগ নেতা হাজী সেলিম গ্রেপ্তার