নগরে ৯৮টি পোল বসাতে মেয়রকে ইডটকোর প্রস্তাব

স্মার্ট সিটি বিনির্মাণ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ জুন, ২০২১ at ৭:০০ পূর্বাহ্ণ

স্মার্ট সিটি বিনির্মাণে নগরে ৯৮টি পোল বসাতে সিটি মেয়রকে প্রস্তাব দিয়েছে বাংলাদেশে সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ‘ইডটকো বাংলাদেশ’। এসব পোলের সাহায্যে ফ্রি ওয়াইফাই, স্মার্ট বিনের মাধ্যমে ডিজিটালাইজড বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা এবং রিয়েল টাইম এয়ার কোয়ালিটি মনিটরিং করা যাবে। এছাড়া সুরক্ষা নজরদারি, বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি বাতি এবং সাইনেজ সম্পর্কিত সুবিধা থাকবে।
ইডটকো বাংলাদেশ’র একটি প্রতিনিধিদল গতকাল টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয়ে মেয়রের সাথে সাক্ষাৎ করেন। এসময় তাঁরা পোল বসানোর প্রস্তাব দেন। প্রতিষ্ঠানটির হেড অব সেলস্‌ এন্ড মার্কেটিং রিভেন দেওয়ান মেয়রকে জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও সিলেট সিটি কর্পোরেশনেও পোল বসানো হবে। তখন মেয়র রেজাউল করিম চৌধুরী ওই সিটি কর্পোরেশনের সাথে সমঝোতা চুক্তির কপি জমা দেয়ার পর পর্যালোচনা করে বিবেচনা করবেন বলে জানান।
এ সময় মেয়র আরো বলেন, চসিক নগরবাসীকে উন্নত শহরের অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রামকে একটি স্মার্ট সিটিতে রূপান্তরের মধ্য দিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ দৃষ্টি অর্জনের এক ধাপ এগিয়ে যাবো। আমরা নগরবাসীকে নিরাপদ এবং সুরক্ষিত শহর উপহার দিতে চাই। এ সময় কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, ইডটকো বাংলাদেশ’র আঞ্চলিক প্রধান নাজিবুল হক, আফ্রিন আরা সিদ্দিকী, জাহিদুল করিম চৌধুরী, সিনিয়র প্রকৌশলী সাইফুদ্দিন খান চৌধুরী, তৈমুর ইসলাম উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধইউসিবির গৌরবময় ৩৮ বছর
পরবর্তী নিবন্ধহুমায়ূন আহমেদের চিত্রকর্ম ফিরে পেতে মামলা ঠুকলেন শাওন