সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করায় নগরে ৮ ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, বাটালি রোডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানের মালামাল রেখে পথচারীর চলাচলে বিঘ্ন ঘটায় ৮ জনের বিরুদ্ধে মামলা করে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।












