অপরাধ দমন ও নজরদারি বাড়াতে নগরীর গুরুত্বপূর্ণ ৭০টি স্পটে বসছে ৪১১টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে কেন্দ্রীয়
নিয়ন্ত্রণ কক্ষ দ্বারা সার্বক্ষণিক নজরদারিতে রাখতে ‘আই’স অফ সিএমপি’ বা ‘সিএমপির চোখ’ নামে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর। নগরীতে অপরাধীদের অপরাধ হ্রাস করা, মামলা ডিটেকশন এবং জনদুর্ভোগ কমানোই মূল উদ্দেশ্য বলে জানান তিনি। বিভিন্ন জোনের নির্ধারিত অফিসারদের দেওয়া তথ্য পর্যালোচনা করে দীর্ঘ সময় নিয়ে অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে এই ক্যামেরাগুলো বসানো হয়েছে বলে যোগ করেন তিনি।
সিএমপি কমিশনার বলেন, ৪১১টি সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে থাকবে নগরীর ৭০টি গুরুত্বপূর্ণ স্পট। এর মধ্যে ২টি টেকনিক্যাল টিম ২৪ ঘণ্টাই পর্যবেক্ষণে থাকবে। ১৫ দিনের ব্যাকআপ স্টোরেজ সম্পন্ন এই কন্ট্রোল রুমের ২টি টিমের একটি টিম ফিল্ডের টেকনিক্যাল ত্রুটিগুলো সংশোধনে নিয়োজিত থাকবে এবং অন্যটি মনিটরিং করবে কন্ট্রোল রুম থেকে। ভবিষ্যতে পুরো নগরীকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক ভাবে আমরা এভাবে কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে ফেইস রিকগনিশন ক্যামেরা সংযোজনের বিষয়টিও পরিকল্পনায় আছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও সিসিটিভি ব্যবহারের উদ্যোগ নেয়া হচ্ছে, যা সম্পূর্ণ আলাদা কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রিত হবে।
পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন তথ্য আদান-প্রদানে সহযোগিতার জন্য নতুন মিডিয়া সেন্টারের উদ্বোধন করেন সিএমপি কমিশনার।