নগরে ২৪ ঘণ্টায় আ. লীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩০

আজাদী প্রতিবেদন | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১০:১৬ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আরো ৩০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে। ধৃতরা হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ফটিকছড়ি উপজেলা শাখার সহসম্পাদক মো. শাবরাজ খাঁন মিরাজ, শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বশির, নজির আহমদ আরিয়ান, মেজবাহ উদ্দিন, মো. তারেক, জুবায়ের, মো. তৌহিদুল ইসলাম আসিফ, মাসুক মিয়া, শামসুল ইসলাম, মিজানুর রহমান সানি, আলী আজম, মোহাম্মদ মিল্লাত, মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম, মো. রুবেল, মো. শাহজাহান, মো. আবুল কালাম পারভেজ, মো. খোকন, শহিদুল ইসলাম, আবদুল জলিল প্রকাশ জয়নাল প্রকাশ রকি, মো. কামাল, মো. আরিফুল ইসলাম আরিফ, মো. সাহেদ, মো. নবী প্রকাশ গোপাল, মো. বেলাল হোসেন শাওন, মো. তাজউদ্দিন, মো. তাজুল ইসলাম, মো. রুবেল, মো. রুবেল, মো. সাকিবুল ইসলাম ও মো. আনোয়ার ইসলাম সাকিব।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বিএনপির ৪ নেতাকর্মী বহিষ্কার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি ২ মামলা