বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আরো ৩২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতার উপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসী বিরোধী আইন ও দণ্ডবিধি আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
ধৃতরা হলেন ৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কোতোয়ালী থানা আওয়ামী লীগের সদস্য মো. ইসমাইল, কোতোয়ালী থানা ওলামালীগের সহসভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল শাক্কুর ফারুকী, উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সেলিম বাদশা, উত্তর পাহাড়তলী ওয়ার্ড শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল, বাউরিয়া ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল উদ্দিন, বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সমর কান্তি ধর, মোহাম্মদ রকিবুল কাদের মাহিম, ইমন আহাম্মদ, মো. রাসেল, মো. জাহেদুল ইসলাম, মো. আরিফ, সাইফুল ইসলাম, আরমান হোসেন প্রকাশ আরমান হাজারী, মো. সজিব, মো. সালাউদ্দিন, সৈয়দ মোহাম্মদ সাইদুল্লাহ, মো. সোহেল রানা, রবিউল হোসেন, মো. কামরুল হাসান হৃদয়, মো. রাজন হোসেন, মো. নাজমুল হোসেন, মো. মনিরুল হক, জাহিদ হাসান মুন্না, তাসলিমা বেগম, মো. আসাদ, মো. নুরুল হক, ছাদিয়া বেগম, শারমীন আক্তার, মো. আলম শাহ, মো. আকবর হোসেন খোকন ও মো. গিয়াস উদ্দিন।