চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য বিভাগের আওতায় সিটি কর্পোরেশন এলাকায় কোভিড-১৯ ভ্যাকসিন টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট নার্স, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্যকর্মী, টিকাদান কর্মীদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। চসিক হেলথ টেকনোলজি অ্যান্ড ইনস্টিটিউট অ্যান্ড ম্যাটস্ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী।
এতে প্রধান অতিথি ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। আতঙ্কিত না হয়ে টিকা গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, চসিক এলাকায় প্রায় ১৫টি টিকাদান কেন্দ্রে ৬৫টি টিমের মাধ্যমে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। উক্ত কার্যক্রমে চমেক হাসপাতাল, পুলিশ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল, বন্দর হাসপাতাল, বিমান বাহিনী হাসপাতালসহ অন্যান্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সরকারের গাইড লাইন অনুযায়ী চসিক এলাকায় আগামী ৭ ফেব্রুয়ারি কোভিড-১৯ টিকাদান কার্যক্রম উদ্বোধন হবে। সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
এতে ফ্যাসিলিটেটর ছিলেন জোনাল মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. মো. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন প্রমুখ।
উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. সরওয়ার আলম ও ইউনিসেফের কনসালটেন্ট ডা. এস এম আশরাফুজ্জামান। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশান ইনচার্জ মো. আবু ছালেহ। প্রেস বিজ্ঞপ্তি।