নগরে হাসিনার ছবিতে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:৩৪ পূর্বাহ্ণ

নগরীর জিইসি মোড়ে আখতারুজ্জামান ফ্লাইওভারের পিলারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়ে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ‘এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ‘খুনি হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘পালাইছে রে পালাইছে, খুনি হাসিনা পালাইছে’, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের একপর্যায়ে বিক্ষোভকারীরা শেখ হাসিনার ছবিতে জুতার মালা পরিয়ে দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া কয়েকজন জানান, জুলাই বিপ্লবে শেখ হাসিনার নির্দেশে যে হামলা হয়েছে সেখানে অনেক ছাত্রজনতার মৃত্যু হয়েছে। এ জন্য সাধারণ মানুষের একটি ক্ষোভ আছে। এ ক্ষোভ প্রকাশ করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিগত ১৫ বছরের সব অপকর্মের জন্য শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করার দাবিও জানান তারা।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের ওপর হামলা মামলায় আসামি তিন দিনের রিমান্ডে
পরবর্তী নিবন্ধমঈনউদ্দিন চিশতির (রা.) বার্ষিক ওরশ ৫ জানুয়ারি