নগরে স্মার্ট ট্রাফিক সিস্টেম গড়তে চসিকের উদ্যোগ

ডিপিপি তৈরির জন্য কমিটি গঠন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

নগরে স্মার্ট ট্রাফিক সিস্টেম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এ লক্ষ্যে প্রকল্পের উন্নয়ন প্রস্তাবনা (ডিপিপি) তৈরির জন্য ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির জন্য ৬টি কার্যপরিধিও ঠিক করা হয়। গত সপ্তাহে চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে গঠিত কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে মেয়র বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়বকে আহ্বায়ক ও বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাফকাত বিন আমিনকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্য দুই সদস্য হচ্ছেন নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান ও সহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম। গঠিত কমিটির জন্য নির্ধারিত কার্যপরিধিগুলো হচ্ছে কমিটি প্রকল্পের ডিপিপি প্রণয়নের নিমিত্ত তথ্য ও উপাত্ত সংগ্রহ করবে। বাস্তবায়ন নীতিমালার জন্য প্রয়োজনীয় সুপারিশ করবে। প্রাপ্ত তথ্য ও উপাত্তের ভিত্তিতে খসড়া ডিপিপি প্রণয়ন করবে এবং এ সংক্রান্ত সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম গ্রহণ করবে। এছাড়া কমিটি প্রয়োজনে যেকোনো সদস্য কোঅপ্ট করতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধ৭ কোটি টাকা ঋণ জালিয়াতি অনিয়ম তদন্তে নামল দুদক
পরবর্তী নিবন্ধচারুকলা শিক্ষার্থীকে মারধরের অভিযোগে চবি ছাত্রদলের ৩ নেতাকে শোকজ