নগরে শিশু আছিয়ার গায়েবানা জানাজা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ মার্চ, ২০২৫ at ৬:২৫ পূর্বাহ্ণ

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের বিপ্লব উদ্যানের সামনে তার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক মানুষ অংশ নেন।

জানাজায় বক্তারা বলেন, ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচারকার্য শেষ করতে হবে। এছাড়া ধর্ষক প্রমাণিত হলে একমাত্র এবং সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমরা এই ধরনের ঘটনা আর দেখতে চাই না। এ ধরনের গায়েবানা জানাজা আর পড়তে চাই না। আর যাতে এরকম ঘটনা না ঘটে সেজন্য সমাজের সকল স্তরের মানুষকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের ধর্ষণের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এর আগে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আর্মির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আছিয়ার মৃত্যুর সংবাদ জানানো হয়। সম্মিলিত সামরিক হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও শিশু আছিয়াকে বাঁচানো সম্ভব হয়নি। গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচএ ভর্তি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ২০ রোজার মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধধৈর্য ও ত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়ার শিক্ষা দেয় সিয়াম সাধনা