জুলাইসহ সকল ‘গণহত্যা’র বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আওয়ামী লীগ কর্তৃক ‘নাশকতা’ সৃষ্টির প্রতিবাদে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। গতকাল বিকেলে মিছিলটি মুরাদপুর থেকে শুরু হয়ে ২নং গেইট এলাকায় পৌঁছে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শিবিরের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের মাটিতে আর কোনো অবিচার ও দমননীতি সহ্য করা হবে না। জনগণের রক্তে রঞ্জিত এই মাটিতে গণহত্যাকারীদের বিচার হবেই। দেশের জনগণ ন্যায়বিচার ও স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ। জুলাইসহ সকল গণহত্যার বিচার ও জুলাই সনদের বাস্তবায়ন এখন সময়ের দাবি। নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি, শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল, মহানগর দক্ষিণ সভাপতি মাইমুমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মদ আলী।









