গাউসিয়া কমিটি বাংলাদেশ’র উদ্যোগে চলমান করোনা পরিস্থিতিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। মহানগরীর ১৩ থানায় একযোগে শতাধিক স্পটে এ কর্মসূচি পালিত হয়। সকাল ১০ টা থেকে এ কর্মসূচিতে মহানগরীর থানা-ওয়ার্ড-ইউনিট পর্যায়ের সর্বস্তরের দায়িত্বকালীন কর্মীগণ নিজ নিজ এলাকায় কর্মসূচিতে অংশ নেন।
গত বৃহস্পতিবার সকালে নগরীর বহদ্দারহাট মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, যুগ্ম মহাসচিব ও করোনা রোগী সেবা ও কাফন-দাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। চান্দগাঁও থানা গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আল্লামা মুহাম্মদ আবদুল্লাহ’র সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি মানবিক সেবা কর্মসূচির সদস্য মুহাম্মদ এরশাদ খতিবী, মুহাম্মদ মনির উদ্দীন সোহেল, মুহাম্মদ ইলিয়াস আলকাদেরী, হাবিবুর রহমান সর্দার, জামাল উদ্দীন সুরুজ, রাশেদুল মোমিন, আবু আলম আবদুল্লাহ, মুহাম্মদ জাহেদ হোসেন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আবুল বশর, মুহাম্মদ মোসলিম, মোহাম্মদ ইলিয়াস মুন্সী, আলী নেওয়াজ প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে পেয়ার মোহাম্মদ কমিশনার বলেন, মহামারী করোনাতে সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী দেড় লক্ষাধিক পরিবারকে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণের জন্যে এলাকাভিত্তিক গাউসিয়া কমিটির কর্মীদেরকে নিবেদিত হওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।











